সিলেট হচ্ছে চোখ জুড়ানো অসাধারন এক জায়গা। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তার মাঝে লালাখাল অন্যতম।
![]() |
| লালাখালের একাংশ |
খালের এক এক অংশে এক এক রঙের পানি। প্রকৃতির বিচিত্র রূপ! স্বচ্ছ, সবুজ এবং নীল পানি।তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায়।
যেভাবে যাবেনঃ ঢাকা-সিলেট বাসে।ভাড়া ৪৭০/৯৫০ নন-এসি/ এসি।
সিলেট থেকে সিএনজি করে সারিঘাট। এছাড়া সিলেট-জাফলং এর বাসে করেও যেতে পারেন। সারিঘাট থেকে নৌকায় লালখাল ভ্রমন।
সিলেট থেকে সিএনজি করে সারিঘাট। এছাড়া সিলেট-জাফলং এর বাসে করেও যেতে পারেন। সারিঘাট থেকে নৌকায় লালখাল ভ্রমন।
![]() |
| লালাখালের একাংশ |
*** লালাখাল দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সুন্দর এবং পরিছন্ন জায়গা।ভ্রমনের সময় অবশ্যই এদিকে নজর রাখবেন এবং সুন্দর পানিতে ময়লা ফেলে নোংরা করবেন না।
আরো কি কি দেখতে পারেনঃ
*জাফলং,
*বিছানাকান্দি,
*রাতারগুল,
*শাহ্জালাল (রহঃ) এবং শাহ্পরান (রহঃ) এর মাজার।
সুন্দর হোক আপনার ভ্রমণময় জীবন।


0 Comments